আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
আমাদের অসচেতনতার কারনে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে- ডিসি জাহিদুল
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। ক্যাম্পেইনে ১৮ দিনে জেলার মোট ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।
১২ অক্টোবর রোববার সকাল ৯টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
১২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা (সিটি করপোরেশন এলাকা ছাড়া) ২,১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১,০৫৬টি অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে মোট ৫ লাখ ৮৭ হাজার ৫৬৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৪ লাখ ৮৫৮ জন বিদ্যালয়গামী শিক্ষার্থী এবং ১ লাখ ৮৬ হাজার ৭০৭ জন বিদ্যালয়-বহির্ভূত শিশু। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন বিদ্যালয়-বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে (আউটরিচ ইপিআই কেন্দ্র) টিকা প্রদান করা হবে। যেসব শিশু কোনো কারণে বাদ যাবে, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের অসচেতনতার কারণে, দায়িত্বহীনতার কারণে আমাদের সমাজে নতুন নতুন বিভিন্ন রোগের আবির্ভাব হচ্ছে। নতুন এই রোগ গুলোকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের। আমরা সাধারণত অসুখ হলে ওষুধ খাই। এটা অসুখ হবার পরে। কিন্তু আমাদের অসুখ হওয়ার আগে কোন টাইফয়েড বা কোন রোগের জীবাণু যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে এজন্যই আমরা বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে এসেছি। এই টিকাদান কর্মসূচী আজকে শুরু হল। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ৮৭ হাজার ৫৬৫ জনকে ৯ থেকে ১৫ বছরের নিচে শিশুদের ১৮ দিনে এই টিকাদান কর্মসূচী সম্পূর্ণ করবো। যদি যদি কোন ভাবে ব্যাঘাত ঘটে তাহলে আমাদের সমাজের সুশীল দায়িত্বশীল কর্মকর্তা আমরা এই সবাই দায়িত্বে থাকবো। এই দায়িত্ব আমাদের উপর বর্তায় যাতে আমাদের একটি শিশুও টিকা থেকে বঞ্চিত না হয়।
ডিসি আরও বলেন, ভবিষ্যৎ যারা দেশ পরিচালনা করবে, যাদের আমরা যোগ্য করে গড়ে তুলতে চাই, যারা আমাদের সম্পদ হবে তারা যেন কোনভাবেই কোন রোগে আক্রান্ত হয়ে বোঝা না হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি শিশুর টাইফয়েড টিকাদান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. এ এফ এম মসিউর রহমানের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, সহকারী কমিশনার মোহাম্মদ তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম সহ স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.