আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে কাল সাতক্ষীরা সরকারি কলেজে নবীনবরণ
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আগামীকাল সোমবার (১৩) সাতক্ষীরা সফর করবেন। তাঁর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি আল-মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান।
কেন্দ্রীয় সভাপতির আগমনকে ঘিরে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে চলছে নানা প্রস্তুতি।
আগামীকাল সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির (২০২৫-২৬ সেশন) প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫’-এ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
জানা গেছে অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এবং সাতক্ষীরা শহর শাখা।
নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা ছাড়াও এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দিনের অন্য আয়োজনে বিকেল ৩টায় কেন্দ্রীয় সভাপতি যোগ দেবেন উপশাখা প্রতিনিধি সমাবেশে।
এ বিষয়ে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান জানান, কেন্দ্রীয় সভাপতির আগমন নিশ্চিত হয়েছে। এক হাজার নবীনকে বরণ ও প্রতিনিধি সমাবেশকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চলছে।
অপরদিকে, কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখাগুলোতেও কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.