তালা, সাতক্ষীরা, প্রতিনিধি।
স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় যথা যোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে ৷ দিবসটি উপলক্ষে চিত্রাংকন,কুইজ,রচনা প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণে আয়োজন করা হয়
বৃহস্পতিবার(০৯ অক্টোবর) র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ৷ উপজেলা হলরুমে অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার ৷ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক আলেয়া খাতুন , মারুফা আক্তার, অফিস সহকারি দেবকী রানী, অফিস সহায়ক জামান হোসেনসহ বিভিন্ন সংগঠনের কন্যা ও অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন, অনুষ্ঠানশেষে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার ও চেক বিতরণ করা হয়৷
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com