আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, ভয় নয়-বিশ্বাস ছড়াতে হবে–ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৫
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে এডভোকেসি ও পরিকল্পনা সভা বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তা এবং নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জালাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মোহাম্মদ রেজ্জাকুল হায়দার, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন গ্ৰুপ এর সহ সভাপতি মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ বেফাক এর সভাপতি মাওলানা আবদুল কাদের, সোনারগাঁ মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান এবং বিভিন্ন উপজেলা থেকে আগত আলেম ওলামাবৃন্দ।
ওয়ার্কসপে মহাপরিচালক আ. ছালাম খান বলেন, সটাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য জনসচেতনতা বাড়াতে আলেম ওলামাদের বিশেষ ভূমিকা রয়েছে। আলেম ওলামাদের সহযোগিতায় সচেতনতা ছড়িয়ে পড়বে শিশু কিশোরদের মধ্যে, আর এতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
মহাপরিচালক বলেন, টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, ভয় নয়-বিশ্বাস ছড়াতে হবে। ইসলাম চিকিৎসা গ্রহণে বাঁধা দেয় না, বরং কোরআনে হিকমাহ প্রয়োগের কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, “টাইফয়েড টিকা নিয়ে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু বহু বছর গবেষণার পর প্রমাণিত হয়েছে, বর্তমান ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। আলেম-ওলামারা তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করলে এই ভয় ও কুসংস্কার দূর হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.