আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৫
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) সংবাদ দাতা
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: বদরুদ্দোজা। এসময় প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সাপোটিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্ট্রিগিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সমতা ফোরামের সভাপতি মো: আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শাহিনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।
সমতা ফোরাম, সিএসও সাতক্ষীরার আয়োজনে, ভূমিজ ফাউন্ডেশন ও একশন এইডের সহযোগিতায় সুশীল প্রকল্প সম্পর্কে বর্ণনা করেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সমতার সেক্রেটারী শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক। এসময় সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। গত বছর সাতক্ষীরায় স্মরণকালের সর্বোচ্চ গরম পড়েছিল। সে সময় প্রচুর পরিমানে এসিও বিক্রি হয়েছে। কিন্তু সেই তুলনায় কি আমরা গাছ লাগাতে পেরেছি?। জলবায়ু পরিবর্তনে নিজেদের কে দায়ী করে বক্তারা বেশী বেশী গাছ লাগানোর পরামর্শ দেন
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.