জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করলো তালা উপজেলা।
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৫
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) সংবাদ দাতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করলো তালা উপজেলা।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেপ্টেম্বর মাসের কার্যক্রমে খুলনা বিভাগীয় পর্যায়ে তালা উপজেলা ৪র্থ স্থান অধিকার করেছে। তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার খুলনা বিভাগীয় পর্যায়ে কর্মদক্ষতায় সফলতা অব্যাহত রেখেছে।উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার এর একান্ত প্রচেষ্টায় এবং ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের কর্মদক্ষমায় এ সফলতা অর্জনে আরেক ধাপ এগিয়ে যায়।
সাতক্ষীরা জেলার অন্য কোন উপজেলা এমন সফলতা দেখাতে পারে নাই।
বিভাগীয় পর্যায়ে সফলতা অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার কে অভিনন্দন জানিয়েছেন এলাকার সর্বস্তরের লোকজন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com