আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা’- জাহিদুল ইসলাম মিঞা
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৫
একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ অক্টোবর তারিখে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজ অনেক শিক্ষিত পরিবার থেকেও বাবা মাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে।তাহলে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছি।এজন্যেই আমরা বলেছি ‘কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা’। আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা যা আমাদের মধ্যে মানবতাবোধ জাগ্রত করবে।তাহলেই প্রবীণদের মধ্যে যে হুমকি, তাদের যে শঙ্কা তা থেকে আমরা তাদের মুক্ত করতে পারবো।
তিনি আরও বলেন,আজ যারা নবীন সময়ের পরিক্রমায় তারাও একসময় প্রবীণ হবে।তাদেরকে যে অবস্থায় রাখবো আমাদেরও সেই অবস্থায় যেতে হবে। তাই তরুণদেরকে ভালো উদাহরণ তৈরি করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান হোসেন ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.