আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বেপরোয়া বাসের চাপায় মোজাম্মেল হক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক ফতুল্লার জেলখানা এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু।
নারায়ণগঞ্জ ৩শ' শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধরা বাসচালক রুবেল ও হেলপার নাঈম শেখকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোজাম্মেল হককে চাপা দেয়। একই সঙ্গে সড়কে অপেক্ষমাণ অটোরিকশাগুলোকে সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও রানা বাবু নামের দুইজন অটোরিকশা চালক গুরুতর আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। আহতরা নারায়ণগঞ্জ ৩শ' শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.