প্রথম প্রহরে কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ‘শ্লোগান
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্লোগান’ তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার (৬ অক্টোবর) প্রথম প্রহরে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় কেক কেটে এ উপলক্ষ উদযাপন করা হয়।
“মানুষের জন্য, মানুষের পাশে” — এই বাণীকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল ‘শ্লোগান’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানুষের কল্যাণ ও সমাজে মানবিক বার্তা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজনে বক্তারা বলেন, ভবিষ্যতেও এই মানবিক যাত্রা আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে। বিশেষ করে দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ‘শ্লোগান’ সমাজে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তারা।
উৎসবমুখর পরিবেশে কেক কাটা শেষে উপস্থিত সকলে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মানবতার পথে নিজেদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্লোগানের ফাউন্ডার মীর ছিবগাতুল্লাহ্ তকি, বর্তমান প্রেসিডেন্ট মোঃ নুর আলি, ভাইস প্রেসিডেন্ট সবুর হোসাইন, মেন্টর আহসানুল্লাহ রানা, মোঃ ইয়াসিন, প্রাক্তন নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক, মাহবুবুর রহমান মুন্না, এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য নাভিদ হাসান, জাহিদ হাসান রাজিন, কাজী আমিনুল ইসলাম শিশির, জে এম তাহমিদ রহমান আকিব ও সামিউল করিম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com