সরকারের অবহেলায় নারায়ণগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে-মডেল মাসুদ
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিভিল সার্জনকে উদ্দেশ্য করে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুদুজ্জামান মাসুদ বলেন, এখানে আমার উপস্থিত থাকার কথা না। এখানে সিভিল সার্জনের থাকার কথা ছিলো। সারাদিন উনার শহর বন্দর নারায়ণগঞ্জ চষে বেড়ানোর কথা ছিলো। কিন্তু আপনেরা কি কখনো কোথাও দেখেছেন সিভিল সার্জন চিকুনগুনিয়া ও ডেঙ্গু নিয়া ব্যস্ত আছেন? উনি একটা প্রকল্প কয়েকদিন আগে উদ্বোধন করেছেন।কিন্তু প্রকল্প উদ্বোধন করে বলছেন ফান্ড নাই। তাই প্রকল্প উদ্বোধন কেন হইলো! এটা একটা হাস্যকর ব্যাপার।
৫ অক্টোবর রোববার সকালে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ফগার মেশিন ও অ্যাম্বুলেন্সও প্রদান করার সময় উক্ত কথা বলেন।
এসময় বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে হাসপাতালের কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চারটি ফগার মেশিন ও জরুরি রোগী পরিবহনের জন্য ড্রাইভারসহ একটি অ্যাম্বুলেন্সও প্রদান করে।
ফগার মেশিন প্রদান শেষে অনুষ্ঠানে এক বক্তব্যে মাসুদ বলেন, নারায়ণগঞ্জের দিন দিন চিকুনগুনি ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর রোগীদের খবর পাচ্ছি। অনেকে হাসপাতালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে মেঝেতে থেকে চিকিৎসা করাচ্ছেন। অথচ সরকার এখন পর্যন্ত চিকনগুনিয়া ও ডেঙ্গু সংক্রামণ মশা নিধন পকার্যকর্ম গ্রহণ করেন নাই। সরকারের অবহেলায় নারায়ণগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। অবিলম্বে নারায়ণগঞ্জে ডেঙ্গু বিস্তারে রেড জোন হিসেবে ঘোষনা করে ডেঙ্গু প্রতিরোধে রোগী ও ওষুধ বরাদ্দ দিয়ে আমরা আবেদন জানাই।
মডেল মাসুদ আরও বলেন, প্রাথমিকভাবে আমরা চারটি অত্যাধুনিক ফগার মেশিনের বন্দোবস্ত করেছি আমাদের নিজ অর্থায়নে শহর ও বন্দরে কাজ করার জন্য। এই চারটি ফগার মেশিন পরিচালনার জন্য নয়জন লোক নিয়োগ করা হয়েছে। কাজটা আসলে আমাদের একার নয়। তারা প্রতিদিন হাসপাতালের আঙ্গিনাসহ আশেপাশের পাড়া মহল্লায় ঔষধ ছিটিয়ে মশা নিধনের কাজ করবে। এই কাজটা আমাদের সবার মূলত কিন্তু সরকারও এগিয়ে আসতে হবে।
জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থার কথা উল্লেখ করে মাসুদ বলেন, ২৪ ঘন্টার জন্য এখানে ড্রাইভারসহ একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। আপনাদের কাছে নাম্বার দিয়ে যাবো, প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। কোনো ডেঙ্গু রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণের জন্য এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে।
এসময় খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com