আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
আইভীর সহযোগী আ.লীগ নেতা চিকনা আতাউরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠ সহযোগী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ত্রাণ পূর্নবাসন বিষয়ক সম্পাদক আতাউর রহমান ওরফে চিকনা আতাউর ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গোদনাইল মন্ডলপাড়া এলাকার সি.এস ও এস.এ দাগ নং ৩৩৭৪ ও আর.এস দাগ নং ৭৬১১ এর ৭.৭০ শতাংশ জমির প্রকৃত মালিক মৃত রমজান আলীর ছেলে রবিউল্লাহ চেয়ারম্যান। এতদিন আওয়ামী লীগের দলীয় শক্তি ব্যবহার করে ও মেয়র আইভীর ঘনিষ্ঠজন হওয়ায় জমির মালিক রবিউল্লাহ কে মামলা হামলার ভয় দেখিয়ে কোণঠাসা করে রেখেছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, তার ছেলে কাজী জুয়েল ও কাজী সুফিয়া বেগম। এরপর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন রবিউল্লাহ চেয়ারম্যান। এদিকে গত ০৫ আগষ্ট স্বেরাচারী আওয়ামী লীগের পতন হলে ছাত্র হত্যা মামলা খেয়ে কিছুদিন আত্মগোপনে চলে যান চিকনা আতাউর ও তাঁর সহযোগীরা। বর্তমানে আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা না থাকায় ফের এলাকায় ফিরে ত্রাস শুরু করেছেন আতাউর ও তার সহযোগীরা। স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর কাছের অনুসারী হওয়ায় চিকনা আতাউরের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেতেন না। তিনি দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি-ধমকি দিয়ে জমি জবরদখল করতেন। একইভাবে রবিউল্লাহ চেয়ারম্যানের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক চিকনা আতাউর দখল করে রেখেছেন। এবিষয়ে বক্তব্যের জন্য আতাউর রহমান কে একাধিকবার কল দেয়া হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন,এ ঘটনায় অভিযোগ কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.