
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ফোর্থ এক্স বয়েজিয়ান ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর আয়োজনে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ব্যাচ ২০২১ বনাম বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ২০২৫ ব্যাচ। এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সিনিয়র শিক্ষক মো. আবুল হাসান এঁর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সদস্য সচিব আবু নাসের মো. আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ তানজিম কালাম তমাল, ফারজানা ক্লিনিক এর পরিচালক সি এম নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, আলাউদ্দিন প্রিন্স, সাতক্ষীরা ক্রিকেটার উপাধ্যক্ষ ছন্দা রাহা প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় এক্স স্টুডেন্ট ব্যাচ ২০২১ ফুটবল দল ২০২৫ ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার উপার্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মো. নাসির উদ্দিন, সহকারি রেফারি ছিলেন হাসনাত ও বাবলু। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ও বর্তমান শিক্ষার্থীসহ অসংখ্য ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।