আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে পুলিশ সিদ্ধিরগঞ্জের রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতাররা হলেন—মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রত্না খাতুন (২৪)। তারা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রত্না খাতুন ও তার মা মোমেনার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মোমেনা বেগমের সহায়তায় তার মেয়ে রত্না খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.