আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত এসপি’র ওপর হামলা
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৫
নরসিংদীতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র হামলা চালিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এডি. এসপি) আনোয়ার হোসেনকে গুরুতর আহত করেছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, একটি বিশেষ অভিযানে কয়েকজন চাঁদাবাজকে আটক করা হয়। এরপরই আচমকা প্রায় অর্ধশতাধিক সংঘবদ্ধ চাঁদাবাজ সদস্য পুলিশের ওপর হামলা চালায়। হামলার ফলে এডি. এসপি আনোয়ার হোসেনের ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে কিল-ঘুষি ও লাঠি নিয়ে আক্রমণ করে এবং আটকদের ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
গুরুতর আহত অবস্থায় এডি. এসপি আনোয়ার হোসেনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানিয়েছেন, তার ঘাড় ও পায়ে রক্ত জমাট বেঁধেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, অভিযুক্ত ইজারাদার আলমগীর হোসেন এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশের বাধা দেওয়ার কারণে কিছুটা ধাক্কাধাক্কি ঘটেছে। তার মতে, পুলিশের ওপর হামলার অভিযোগটি “মিথ্যা ও ভিত্তিহীন”।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.