আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বিএনপি সরকার গঠন করলে আগামীতে খালগুলো উদ্ধার করে কৃষকের সেচ ব্যবস্থা করা হবে– মুজাহিদ মল্লিক
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৫
নাসির উদ্দিন(সোনারগাঁ): বিএনপি সরকার গঠন করলে আগামীতে কৃষিকে উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ করা হবে। আওয়ামী লীগের শাসনামলে খালগুলো দখল হয়ে গেছে। ফলে কৃষকের কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। খালগুলো উদ্ধার করে কৃষকের সেচ ব্যবস্থা করা হবে। শিল্প উন্নয়নের ফলে কৃষি জমি কমেছে। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। তাই কৃষিকে প্রযুক্তি নির্ভর করতে না পারলে অন্য দেশের ওপর আমাদের খাদ্যে নির্ভর হতে হবে। ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নব নির্বাচিত সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।তিনি বলেন,আওয়ামীলীগ কৃষিতে ভূর্তকির টাকা লুট করেছে। বিএনপি সরকারে আসলে কৃষি,সহজ শর্তে কৃষি ঋণ, উন্নত মানের বীজ দিয়ে কৃষকদের সহযোগিতা করা হবে। খাদ্য ঘাটতি কমামোর চেষ্টা করা হবে। কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে শিল্প প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ বান্ধব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনে বাধ্য করা হবে। আল মুজাহিদ আরো বলেন,আগামীর বাংলাদেশ হবে চ্যালেজিং। লুটপাটের বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে রূপ দিতে হবে। তাই সংসদে সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে। তাই ভোটারদের দ্বারে দ্বারে শিক্ষিত ব্যক্তির জন্য ভোট চাইতে হবে। এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মল্লিক,যুগ্ম আহ্বায়ক মো.শাহআলম মিয়া,শিবির আহমেদ,মোক্তার হোসেন,নাসিরউদ্দিন,হেদায়েত উল্লাহ,পাভেল মিয়া,মো.হোসেন মিয়া,আব্দুর রশিদ মিয়া,আহ্বায়ক কমিটির সদস্য মাসুম মিয়া,সোহেল মিয়া,বাবুল হোসেন,ওমর ফারুক,আব্দুল হাকিম মিয়া প্রমুখ।
সোনারগাঁয়ে ধর্ষন মামলার বাদির পরিবারের ওপর হামলা,শিশু ও নারীসহ আহত-৩
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলার বাদির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় মামলা তুলে নিতে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে এ হামলা করা হয়। হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা যায়,উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে ২০২৪ সালের ২৫ জুন রাতে দোকানে যাওয়ার পথে এক শিশুকে মুখ চেপে ধরে পাশ্ববর্তী একটি সিএনজি গ্যারেজে নিয়ে ধর্ষণ করে একই এলাকার মাসুম মিয়ার ছেলে মারুফ হোসেন। এ ঘটনায় ২৮ জুন ভূক্তভোগীর খালা বাদি হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফ হোসেন পলাতক থাকে। বর্তমানে সে প্রকাশ্যে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত মারুফের পরিবার ওই ভূক্তভোগী শিশুর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। গত বুধবার বিকেলে বাদির ভাতিজি রহিমা আক্তার পাশ্ববর্তী দোকানে সদাই কিনতে গেলে ধর্ষক মারুফের বাবা মাসুম মিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলা তুলে নিতে পুনরায় হুমকি দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম মিয়ার নেতৃত্বে মো. খোকন, ধর্ষক মারুফ, সাইমা আক্তারসহ ৮-১০জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এসময় বাদির বোন গ্রাম পুলিশ সদস্য শাহনাজ বেগম, ভাগিনা বাবু মিয়া ও ১১ বছর বয়সী হোসাইন মিয়াকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মোসাৎ তানিয়া আক্তার বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। ধর্ষণ মামলার বাদি মোসাৎ তানিয়া আক্তার জানান,ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তের পরিবার হুমকি দিয়ে আসছে। ধর্ষণের ঘটনায় পুলিশ সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। গত বুধবার সন্ধ্যায় মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর হামলা করে। হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযুক্ত মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,মিথ্যা মামলায় তার ছেলেকে ফাঁসিয়েছে ওই পরিবার। এ বিষয়টি নিয়ে মিমাংসার কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা হয়। তবে হামলা করা হয়নি বলে দাবি করেন। সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো.রাশেদুল হাসান খাঁন বলেন,হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহন করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.