আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট জনজীবন চরম ভোগান্তিতে গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়ছে চলাচল জনসাধারণ । এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। বেলা ১১টা থেকে সাইনবোর্ড থেকে কাঁচপুর মদনপুর হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত এবং এশিয়ান হাইওয়ে সড়কের গাউসিয়া পর্যন্ত উভয় লেনে গাড়ির গতি থমকে যায়। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও যানজট দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের মতে,সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।ভুক্তভোগী যাত্রী আলী হোসেন মাহমুদ জানান,কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ যেতে তার দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে। গাড়িতে বসা যাত্রী সোনা মিয়া বলেন,“মোগড়াপাড়া যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কাঁচপুরেই আটকে আছি।” মহাসড়কের ব্যবসায়ী আলী হোসেন জানান,তারাবো থেকে কাঁচপুর আসতে যেখানে সাধারণত ১০-১৫ মিনিট সময় লাগে,সেক্ষেত্রে সেখানে লেগেছে দেড় ঘণ্টারও বেশী।কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন,“গত তিন দিন ধরে সড়ক সংস্কারের বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কাজ শুরু হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সপ্তাহে ২-৩ দিন তীব্র যানযটের সৃষ্টি হয়।

Exit mobile version