ধর্ম বা সংখ্যার ভিত্তিতে কাউকে বৈষম্যের মুখে পড়তে দেওয়া হবে না: রফিকুল ইসলাম বাচ্চু
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৫
এই দেশটি আমরা মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত। এখানে কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগরিষ্ঠ নয়। ধর্ম বা সংখ্যার ভিত্তিতে কাউকে বৈষম্যের মুখে পড়তে দেওয়া হবে না। দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসব, আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ও আনন্দের সঙ্গে এটি উদযাপন করব।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণের সময় এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি পূজার্থীদের উদ্দেশে আরও বলেন, আপনাদের কারও কোনো অভিযোগ বা অসুবিধা থাকলে সরাসরি আমাকে জানাবেন। আমি যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য কাজী শহিদুল্লাহ শহীদ, মিজানুর রহমান খোকন, নূরুল আমিন মাস্টার, রমজান আলী মেম্বার ও আযহার মন্ডল।
এছাড়া গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তাজ, ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ যুবদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের গাজীপুর সদর উপজেলায় মোট ২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে শ্রীপুর-৩ আসনের ভাওয়ালগড় ইউনিয়নে রয়েছে ৯টি এবং মির্জাপুর ইউনিয়নে রয়েছে ৫টি পূজামণ্ডপ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com