আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
আমরা ব্যবহৃত হবো না এটাই আমাদের অঙ্গীকার: মাসুদুজ্জামান মাসুদ
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুভেচ্ছা পৌঁছে দিতে তিনি এসেছেন জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান বলেন, “আমাদের মূল বিষয় আমরা প্রমাণ করতে চাই হিন্দু-মুসলমান ভাই ভাই। আমরাও আপনাদের এই উৎসবের অংশ। আমরা আপনাদের সাথে এই উৎসবে একসাথে একযোগে পালন করতে চাই। এই দেশ সম্প্রীতির দেশ তা প্রমাণ করতে চাই।বিভক্তির রাজনীতি বর্জন করে সুশৃঙ্খলভাবে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ বিএনপি নেতা নগরীর রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির, উকিলপাড়া হোসিয়ারি সার্বজনীন পূজা কমিটি মন্ডপ, চাষাঢ়া রবিদাসপাড়া সার্বজনীন পূজা কমিটির আয়োজন পরিদর্শন করেন।
“বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিভিন্নভাবে বিভক্ত করতে চেয়েছে, আমরা সে রাজনীতি বর্জন করতে চাই। আমরা সবাইকে বলতে চাই- ধর্ম যার যার বাংলাদেশ আমার। আমরা হিন্দু মুসলমান কোন ভেদাভেদ দেখিনা। আমাদের রাজনৈতিক কারণে বিভিন্ন ভাবে ব্যবহৃত করতে চায়, আমরা ব্যবহৃত হবো না এটাই আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, “আমরা সবাই মিলে এ উৎসবকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে উদযাপন করবো।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার এবং সদস্য সচিব কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মাহবুবু উল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহমেদ রিপন, নাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.