আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে বন্দরে জমি দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে নারী শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন টেটাবিদ্ধ হয়েছেন। সোমবার ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বন্দরের দেউলী এলাকার মৃত আবদুল বারেকের ছেলে মোঃ পারভেজ(৩৬), একই এলাকার মো. ফারুকের ছেলে মো. জোবায়ের হোসেন(১৮), মোঃ জাহাঙ্গীরের ছেলে নাদিম (৪০), মৃত ইয়াদ আলী সরদারের ছেলে বাছেদ চাঁন সরদার, তার ছেলে মো. রোমান ( ৪০), শিরিন বেগম, রুনা বেগম , রিনা বেগম,রুহুল আমিন ও ওমর ফারুকের নাম জানা গেছে ।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী উদয়ন ক্লাব সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেউলী এলাকার মৃত মালেক মিয়ার ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে নাদিমের বিরোধ চলছে।
ওই জমিতে নাদিমের কেনা একটি ঘর রয়েছে। পাশাপাশি আরেকটি ঘর নির্মাণ করতে যায় আরিফ ও বাতেন। এ নিয়ে দুই দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত আবদুল বাছেদ চাঁন জানান, তিনি পঞ্চায়েত কমিটির সভাপতি।
উভয় পক্ষকে শান্ত রাখার জন্য তিনি সোমবার সকালে উদয়ন ক্লাবে গেলে আরিফ ও বাতেনের লোকেরা টেটা ,রামদা, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেটাবিদ্ধ হন। এ সময় তাকেসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার পর আরিফ ও বাতেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষ। তবে উদয়ন ক্লাব সংলগ্ন জায়গাটি ব্যক্তি মালিকানাধিন দাবি করেছেন বিবাদমান একটি পক্ষ।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.