বিশ্ব পর্যটন দিবস সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও র্যালি
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে"সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ" শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত। হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরির সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম।বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁ টুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন,সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন,বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন প্রমুখ। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com