আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
তালার মাগুরা সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে ১০১ প্রতিমার অনন্য সাজ!
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫
তালা,সাতক্ষীরা, প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে এ বছর সাজানো হয়েছে অনন্য আয়োজন। ঐতিহ্যবাহী এ মন্দিরে তৈরি করা হয়েছে একসঙ্গে ১০১টি প্রতিমা, যা ইতোমধ্যেই সবার নজর কাড়ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমার নকশা ও রূপসজ্জায় বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণনিলার কাহিনী। ভক্তরা বলছেন, একসঙ্গে এতগুলো প্রতিমা এবং পুরাণভিত্তিক কাহিনী উপস্থাপন সত্যিই বিরল আয়োজন।
স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিবছরই নানা নতুনত্ব আনার চেষ্টা করা হয়। তবে এ বছর বিশেষভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করতে কৃষ্ণনিলার কাহিনী প্রতিমার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
তালার মাগুরা সর্বজনীন দুর্গাপূজা মন্দিরকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই ব্যতিক্রমী প্রতিমা দেখার জন্য।
এবার তালা উপজেলায় মোট ১৯৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদযাপন হচ্ছে। এর মধ্যে মাগুরা সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপকে কেন্দ্র করেই দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। যাতে ভক্তরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন এবং দর্শনার্থীরাও নিরাপদে প্রতিমা উপভোগ করতে পারেন।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.