মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : কুরআনের শিক্ষা ও নৈতিক সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক আ.খ.ম. মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম এবং খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। তারা বলেন, কুরআনের নির্দেশনা অনুসরণ করে একটি সৎ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম. এম. রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ। শেষ পর্বে বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অভিভাবক ও অতিথিদের করতালিতে মেধাবী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যয় ব্যক্ত করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com