মুহাম্মদ হাফিজ,সাতক্ষীরা :
শেখ হাসিনার জন্মদিন পালন কালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ
সাতক্ষীরা সদর থানা পুলিশ শামীমা পারভীন রত্নাকে আটক করেছে। রবিবার রাত ৯ টার দিকে তাকে পিটিআই মাঠ এলাকা থেকে আটক করে সাতক্ষীরা থানা পুলিশ। শামিমা পারভীন রত্না সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। সাতক্ষীরা থানার ওসি মো: শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শহরের সুলতানপুর ক্লাবে বসে শেখ হাসিনার জন্মদিন পালন করছিল।সেখানে উপস্থিত ছিল রত্মা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com