একই মঞ্চে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী চারজন, নেতা কর্মীদের উল্লাস
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ শহরের একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় মঈন খানের পাশে এক মঞ্চে দেখা গেছে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চার নেতাকে। তারা হলেন- মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এসময় নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের কার্যক্রম পরিদর্শনে আসেন বিএনপি নেতা মঈন খান। এই সময় মনোনয়ন নিয়ে মতানৈক্য থাকলেও একসঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওই চার নেতা।
অনুষ্ঠানে মঈন খান বলেন, “আমাদের ঐতিহ্য বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ। আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসার আবেগে সবাই মিলে মিশে শান্তিপূর্ণ পরিবেশে এখানে বসবাস করে এসেছি। এই বিশ্বাস আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একইভাবে ভালোবাসার বাণীতে সুখে শান্তিতে বসবাস করবে।”
নারায়ণগঞ্জ শহর নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপির এ নেতা। তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জে এসেছিলাম ১৯৫৩ সালে। আমরা যে নারায়ণগঞ্জ দেখেছি তা বর্তমান নারায়ণগঞ্জ থেকে অনেক আলাদা এবং উন্নত। অন্তর থেকে বিশ্বাস করি, আমাদের বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আজকের পূজার শিক্ষা হচ্ছে, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তর সংগ্রাম। সুর-অসুরের যুদ্ধে অসুর চিরদিন পরাজিত হবে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com