বঙ্গবীর জেনারেল ওসমানী'র ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে,"বঙ্গবীর জেনারেল এম. এ.জি. ওসমানীর কর্মময় জীবন" শীর্ষক আলোচনা সভা, বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান অনুষ্ঠান আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর
এর উদ্যোগে ২৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার বিকাল ৪.০০ টায়, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধো বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রাইভেট ডিটেকটিভ মুনীর চৌধুরী দেশে অপরাধ ও দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধো বিচারপতি মীর হাসমত আলী কাছ থেকে গোল্ডেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
প্রাইভেট ডিটেকটিভ মুনীর চৌধুরী দেশে অপরাধ ও দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ এর জনক সাংবাদিক মুনীর চৌধুরী।
অপরাধ ও দুর্নীতি দমনে জনসাধারণ ও সরকারকে সহায়তার লক্ষ্য " এবং জনস্বার্থে অপরাধ ও দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থা মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি: এর প্রতিষ্ঠাতা/ উদ্যোক্তা।
অপরাধ ও দুর্নীতি , সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ সহ সামাজিক অবক্ষয় রোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি:। বিশেষ করে জরুরি সেবা; “৯৯৯” ও দুর্নীতি দমন কমিশন দুদক এর “১০৬” ও সরকারী সেবাগুলো
সারাদেশে সেচ্ছাশ্রমে জনগনের মধ্যে পরিচিতি এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্য মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি : এর নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং প্রসংশার দাবীদার হয়েছে।
যিনি একাধারে সাংবাদিক, সমাজ স্ংস্কারক, দক্ষ সংগঠক ও শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি, আন্তজাতিক মিডিয়া ব্যাক্তিত্ব, এবং বহুগুনের অধিকারী উদ্যোমী তরুণ মুনীর চৌধুরী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com