আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রাইভেট ডিটেকটিভ এর জনক সাংবাদিক মুনীর চৌধুরী বেষ্ট প্রাইভেট ডিটেকটিভ অ্যাওয়াড লাভ।
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বঙ্গবীর জেনারেল ওসমানী'র ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে,"বঙ্গবীর জেনারেল এম. এ.জি. ওসমানীর কর্মময় জীবন" শীর্ষক আলোচনা সভা, বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান অনুষ্ঠান আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর
এর উদ্যোগে ২৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার বিকাল ৪.০০ টায়, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধো বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রাইভেট ডিটেকটিভ মুনীর চৌধুরী দেশে অপরাধ ও দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধো বিচারপতি মীর হাসমত আলী কাছ থেকে গোল্ডেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
প্রাইভেট ডিটেকটিভ মুনীর চৌধুরী দেশে অপরাধ ও দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ এর জনক সাংবাদিক মুনীর চৌধুরী।
অপরাধ ও দুর্নীতি দমনে জনসাধারণ ও সরকারকে সহায়তার লক্ষ্য " এবং জনস্বার্থে অপরাধ ও দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থা মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি: এর প্রতিষ্ঠাতা/ উদ্যোক্তা।
অপরাধ ও দুর্নীতি , সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ সহ সামাজিক অবক্ষয় রোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি:। বিশেষ করে জরুরি সেবা; “৯৯৯” ও দুর্নীতি দমন কমিশন দুদক এর “১০৬” ও সরকারী সেবাগুলো
সারাদেশে সেচ্ছাশ্রমে জনগনের মধ্যে পরিচিতি এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্য মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি : এর নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং প্রসংশার দাবীদার হয়েছে।
যিনি একাধারে সাংবাদিক, সমাজ স্ংস্কারক, দক্ষ সংগঠক ও শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি, আন্তজাতিক মিডিয়া ব্যাক্তিত্ব, এবং বহুগুনের অধিকারী উদ্যোমী তরুণ মুনীর চৌধুরী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.