
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশি, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শহরের নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া, বন্দর বৃন্দাবন আখড়া ও লালজি মন্দির প্রাঙ্গণে শতাধিক সনাতনী নারী-পুরুষের হাতে নতুন শাড়ি ও বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, হিন্দু সম্প্রদায়ের নেতা শিপন, প্রভাষ সাহা, হারাদন দাশ, প্রদীপ বর্মন প্রমুখ।
বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামগ্রিক সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। মাসুদুজ্জামান মাসুদ সবসময় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। তার এ উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করবে।”
বস্ত্র পেয়ে উপকৃতরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, নতুন শাড়ি পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। অনেকেই বলেন, “এবারই প্রথম শাড়ি পেলাম, খুব ভালো লাগছে। পূজার দিনে এই শাড়ি পরে অঞ্জলি দেবো, আনন্দ করবো।”
এসময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা উদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু ও সফলতার জন্য আশীর্বাদ করেন।
মহানগর বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম শিপলু বলেন, “সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়মিত সক্রিয় মাসুদুজ্জামান। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। শারদীয় দুর্গোৎসবের আনন্দে আপনাদের সঙ্গে সামিল হতে পেরে আমরা আনন্দিত। আশা করি আমরা সবাই মিলে সম্প্রীতির এই বন্ধন অটুট রাখব।”