
নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে ২৮ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান তুলে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ।
২৭ সেপ্টেম্বর শনিবার দ্বিতীয় ধাপে বিকেল ৪টায় বন্দর উপজেলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডলের আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এর আগে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম ধাপে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শহরের ১৪নং ওয়ার্ডের নতুন পালপাড়া সত্যধাম মন্দির প্রাঙ্গণে শহরের ৪২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হবে। এনিয়ে দুই ধাপে শহর ও বন্দরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে মোট ৭০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন মডেল মাসুদ।
অনুদান প্রদান অনুষ্ঠানে মাসুদ বলেন, ভোটের রাজনীতিতে বাংলাদেশে সবাই সবসময় সাম্প্রদায়িক ভাইবোনদের ব্যবহার করছে। আমরা আর কারও জন্য ব্যবহার হতে চাই না। আমরা চাই ধর্ম যার যার বাংলাদেশ সবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনভোট, বহুদলীয়, গনতন্ত্রের প্রবক্তা। উনি মানুষের অধিকার, নাগরিকের অধিকার ফিরিয়ে দিয়েছেন। উনি ফিরিয়ে দিয়ে উনিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন। উনি বহুদলীয় রাজনৈতিক অধিকার
মডেল মাসুদ আরও বলেন, একটি দল চলে গেছে আরেকটি দল ঘাপটি মেরে আছে ধর্মের লেবাস পড়ে। মানুষকে বিভ্রান্ত করছে। অথচ এই দলকে রাজনীতি করার অধিকার কে দিলো? শহীদ জিয়াউর রহমান অনেক বড় মনের অধিকারী ছিলো। অথচ ভারতের প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে।
তিনি আরোও বলেন, সম্প্রীতি আমাদের রক্তে। নারায়ণগঞ্জ সম্প্রীতির জেলা।এই জেলায় সব ধর্মের লোকের বাস। আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন সকলকে অনুরোধ করবো আপনেরা সনাতন ধর্মাবলীদের পাশে থাকবেন।আপনেরা সাবধানে থাকবেন যাতে আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বোনেরা যাতে কোন ষড়যন্ত্রের শিকার না হয়। প্রশসানও আপনাদের সাথে থাকবে। আমি মুছাপুর ইউনিয়নের ভাইবোনদের বলতে চাই আমি আপনাদের অন্তরে থাকতে চাই কারন আপনেরা আমার অন্তরে আছে। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের যে কোন সমস্যায় পাশে থাকবো। আপনাদের ধর্ম আপনাদের কাছে বড়, আমাদের ধর্ম আমাদের কাছে বড় তবে আমরা কিন্তু জাতি একটাই বাঙালী জাতি। তাই আমাদের মনে রাখতে হবে এদেশের সবাই আমাদের ভাই বোন। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।
এসময় বন্দরের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।