
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলায় জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজকের দর্পণ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও ডেইলি নিউজ বিডি এর প্রধান সম্পাদক, এসএম মিরাজ হোসাইন টিপুর সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় আজকের দর্পণ পত্রিকার এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী নাভানা সিটি গেইট সংলগ্ন হোটেল ফুড প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী ও নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রান পুরুষ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গণমাধ্যম তথা সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং একটি দেশ ও দেশের জনগনের আয়না হলো গণমাধ্যম ও সাংবাদিকতা। এই সাংবাদিকতার মাধ্যমেই একটি দেশ তথা সারা বিশ্বের মানুষ সমাজের সর্বস্তরের প্রতিচ্ছবি দেখতে পায়। তাই প্রতিটি গণমাধ্যম ও সাংবাদিকদের যেকোনো একটি দল/গোষ্ঠীর কাছে নিজেদেরকে বিক্রি না করে/জিম্মি না হয়ে সর্বদা নির্ভিক থেকে সব পরিস্থিতির বাস্তব চিত্র দেশ ও জাতির কাছে তুলে ধরা।
তিনি আরোও বলেন আজকের দিনটি হলো আজকের দর্পণ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী তাই আমি মনেকরি পত্রিকাটি ভবিষ্যতে অরো বহুদূর এগিয়ে যাবে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্ভুল ও সত্য/সঠিক সংবাদ প্রকাশ করে একটি গনতান্ত্রিক দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তব্যের শেষে তিনি আজকের দর্পণ পরিবারের সম্পাদক, প্রকাশক সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিকে ফুলের তোরা দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জনাব অকিল উদ্দিন ভূইয়া, বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর, মহানগর তরুন দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল শিপন, ছাত্রদল নেতা দুলাল, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ আলম,বিএনপি নেতা হানিফ বেপারী, উক্ত অনুষ্ঠান সঞ্চসলনা ও সার্কবিক ভাবে পরিচালনা করেন মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ কামাল সবুজ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ওমর ফারুক, প্রতিদিনের নিউজ পত্রিকার রিপোর্টার এস কে মাসুদ রানা,জনদর্পণ পত্রিকার রিপোর্টার আহসানুল হাবীব সোহাগ, বজ্রধ্বনি পত্রিকার রিপোর্টার ইসমাঈল হোসেন রাফি, মোঃ মুন্না ফরাজি, ডেইলি নিউজ বিডি এর সম্পাদক সাইদুল ইসলাম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তবর্গ ও প্রতিনিধিরা উপস্থিত থেকে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সফল করেন।