নারায়ণগঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, এই এলাকাকে মানসম্মত পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে আলাদা জামদানি মেলা হবে। দেশের সব জায়গায় জামদানি ছড়িয়ে পড়বে। এই শিল্পের সঙ্গে জড়িতরা তাদের ন্যায্য পাওনা পাবেন। মোঘল আমলের বিভিন্ন স্থাপনা আছে, তা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।
জামদানি শাড়ি আমাদের জাতীয় ঐতিহ্য। বিশ্বের দরবারে বেশ প্রসংশিত। এই শিল্পের সঙ্গে জড়িতরা শাড়ির প্রকৃত মূল্য পান না। তার কারণ, শাড়ি বুনা দেখে কিনতে দেশ বিদেশ থেকে লোকেরা আসেন।
শনিবার সকালে 'টেকসই উন্নয়নে পর্যটন' এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন, নারায়ণগঞ্জ জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে ঐতিহাসিক এবং প্রাকৃতিক উভয় ধরনের স্থানই অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে সোনারগাঁয়ের পানাম নগর ও বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, জিন্দা পার্ক, সোনাকান্দা ও হাজীগঞ্জ কেল্লা, ফুলের গ্রাম সাবদি, এবং বিভিন্ন জমিদার বাড়ি যেমন সদাসদী জমিদার বাড়িসহ বিভিন্ন স্থাপনা।
এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন'সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com