
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাদ আছর শহরের দেওভোগ খন্দকার টাওয়ারে জান্নাত কনভেনশন হলে এই শাড়ী লুঙ্গি ও বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সাথে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যােগে কিডনি রোগীদের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।
এসময় অতিথিরা তাদের বক্তব্য বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেখে আসতেছি এ অনুষ্ঠান। একজন জনপ্রতিনিধি না হয়েও দিদার খন্দকার জনপ্রতিনিধিদের থেকেও বেশি অসহায় মানুষের সুখে দুখে পাশে থাকেন।
উক্ত অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মোঃ দিদার খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
এসময় রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি দিদার খন্দকার বলেন, আমাদের প্রধান অতিথি কিছুটা অসুস্থ থাকায় তার হয়ে আমি কিছু কথা বলছি। আমরা আপনাদের পাশে থাকতে চাই সব সময়। আপনারা জানেন রোটারি ক্লাব একটি সংগঠন, এই সংগঠন হলো আত্মমানবতায় কাজ করা, সকল গরীব অসহায় মানুষের পাশে থাকা। স্কুল, কলেজ, হসপিটাল, মাদ্রাসাসহ বিভিন্ন কাজে এই রোটারি ক্লাব পাশে থাকে। আপনার জানেন সারা বিশ্বে এই রোটারি ক্লাব কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। তিনি বলেন, এই রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে তাছাড়া প্রতিবছরই আমি আপনাদের পাশে থাকতে চাই,থাকি এবং পাশে এসে দাড়াই আপনাদের একটু সামান্য উপহার দেওয়ার জন্য, এই উপহার টুকু গ্রহন করে আমাদেরকে ধন্য করবেন যাতে আমরা আপনাদের পাশে থেকে কাঁদে কাদ মিলিয়ে চলার জন্য যার যা প্রয়োজন আমরা তা সাধ্যমতো করে দিচ্ছি।
তিনি আরোও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সব সময় আপনাদের পাশে থাকতে পারি, আপনারাও আমার পাশে থাকবেন যাতে করে আগামীতে আপনাদের সাথে নিয়ে অত্র এলাকার সকল সামাজিক উন্নয়ন মূলক কাজগুলোতে থাকতে পারি সুন্দর ভাবে করতে পারি আমাদের জন্য দোয়া করবেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির চার্টার প্রেসিডেন্ট কামরুল হাছান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, ইনকামিং প্রেসিডেন্ট ধনঞ্জয় গুহ জয়, সেক্রেটারি কাজী জসিমউদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মজিব, ফাষ্ট লেডি শাহিনা বেগম, রোটারিয়ান তৌফিক হাসান, জয়েন্ট সেক্রেটারি আবু ওমর সিদ্দিক নুর, রিশাদ হোসেন, ফরিদা আলম, জুয়েল রানাসহ প্রমুখ।