আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ব্যক্তিগত রেষারেষির কারনে সবার আনন্দে যেন বিঘ্ন না ঘটে-নারায়ণগঞ্জ সদর ওসি
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে থানা প্রাঙ্গণে সদর থানাধীন পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপ নেতৃত্ববৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সহ-সভাপতি তিলোত্তমা দাস, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাবেক সভাপতি শংকর সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফন্টের আহবায়ক নয়ন সাহা প্রমূখ।
সভায় সদর থানা ওসি নাছির বলেন, জনগনকে নিয়ে আমরা অতন্ত নিরাপত্তার সহিত আমরা উৎসবটা পালন করবো। প্রত্যেক ডিউটি অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক দিন পূজামণ্ডপগুলো পরিদর্শন করার জন্য।পূজামণ্ডপের রক্ষিত বহিতে তারা স্বাক্ষর করনে এবং কোন সমস্যা হলে তার রিপোর্ট দিবে। আমার অফিসাররা প্রতদিন গিয়েছে কিনা তার তথ্য কিন্তু আপনেরাও আমাকে দিতে পারেন।
তিনি রুটম্যাপ মেনে বিসর্জন দেবার অনুরোধ জানিয়ে বলেন, বিসর্জনের রুট ম্যাপ আমার করা। ৫ নং ঘাটে যারা বিসর্জন দিবেন আপনাদের রুট ম্যাপ হবে দুই নম্বর রেল গেইট হয়ে ১ নম্বর গেইট হয়ে বাস স্ট্যান্ড দিয়ে ৫ নম্বর ঘাটে ডুকবেন।এছাড়া অন্য কোন পথ দিয়ে ডুকা যাবে না। বিসর্জন দেওয়া শেষ হলে আপনেরা মেট্রো হলের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবেন। কোন প্রকার সমস্যার সৃষ্টি করবেন না।আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনেরা বিসর্জনের কাজ যতদ্রুত সম্ভব দিয়ে শেষ করবেন।
ওসি পূজা বিঘ্ন না ঘটানোর অনুরোধ জানিয়ে বলেন, পূজার সময় পোলাপাইন এটা ওইটা একটু খায়। আপনেরা পূজা উদযাপন কমিটি, পূজা মন্ডপ ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বে যারা থাকবেন তারা দেখবেন মাত্রাতিরিক্ত যেন খেয়ে উল্টাপাল্টা কোন কিছু না করে।পটকা আতশবাজি যারা ফুটায় তাদের তা করা থেকে বিরত রাখবেন।আপনাদের ব্যক্তিগত রেষারেষির কারনে সবার আনন্দে যেন বিঘ্ন না ঘটে এদিকে আপনেরা খেয়াল রাখবেন। আমরা যেন এক সাথে সুস্থ্য সুন্দরভাবে এই শারদীয় দূর্গা উৎসব পালন করতে পারি সেদিকে চেষ্টা করবেন।
এসময় নারায়ণগঞ্জ সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলী নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.