আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ ডিসি
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে সার্বিক নিরাপত্তার পরিস্থিতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ডিসি।
পূজামণ্ডপ পরিদর্শন করে ডিসি জাহিদুল ইসলাম বলেন, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের একেবারে দ্বারপ্রান্তে। এর ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দিচ্ছি ২৩৪টা পূজামণ্ডপের। গতকাল আমি আড়াইহাজার গিয়েছিলাম। আজ নারায়ণগঞ্জ সদরে এসেছি পূজার প্রস্তুতি একেবারে শেষ হয়ে গেছে। আমাদের নারায়ণগঞ্জ জেলার যে সাম্প্রদায়িক সম্প্রীত বজায় রেখে আমরা উৎসবমুখর পরিবেশে এই পূজা উদযাপিত হবে।
তিনি আরও বলেন, পূজার সার্বিক নিরাপত্তার জন্য বিগত বছরের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোন প্রকার নিরাপত্তা বিঘ্ন হয় এরকম আমরা হতে দিবো না। আপনেরা জানেন এই পূজায় রাত অনেক কার্যক্রম হয় এবং বাহিরের জেলা থেকে লোক আসে তাদের নিরাপত্তার জন্য চাষাড়ায় বিজিবির একটি ক্যাম্প থাকবে। আর তাছাড়া র্যাব, পুলিশ ও আনসারও থাকবে সার্বিক নিরাপত্তার জন্য এবং তার টহলে থাকবে।
প্রতিটি পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকরা আছে যেন দায়িত্ব পালনে সচেষ্ট থাকে এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সেদিকে পূজা মন্ডবগুলোর প্রতি অনুরোধ জানান ডিসি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন,নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সহ-সভাপতি তিলোত্তমা দাস, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাবেক সভাপতি শংকর সাহা সহ সনাতন ধর্মাবলী নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.