আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা জামায়াতের অসংখ্য নেতা কর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগাপাড়া স্ট্যান্ড মসজিদের সামনে সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন,জামায়াতে ইসলামীর ৫ দফা সুস্পষ্ট দাবি মেনে না নেয়া হলে আরো কঠোর কর্মসূচি দিতে জামায়াতে ইসলামী বাধ্য হবে। অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণজনক রাষ্ট্র কায়েম করতে চায়। সুতরাং জামায়াতে ইসলামীর ন্যায় সংগত দাবি নেন। না হলে ২০২৫ এর ফেব্রুয়ারীতে ঘোষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, অনেকে বলে এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কিন্ত আপনারা জানেন এই সরকার কোন তত্বাবধায়ক সরকার নয়। এই সরকার বিপ্লবী সরকার সুতরাং বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে, সংস্কার না হলে এই সরকার পুরোপুরি ব্যর্থ হবে।নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মোঃ মুন্না বলেন, আমরা মনে করেছিল ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিজমের বিদায় হয়েছে কিন্তু দুঃজনক হলেও সত্য যে, আমরা লক্ষ্য করছি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার কারণে আবার ফ্যাসিজমের সৃষ্টি হচ্ছে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন,আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক প্রণালী (PR সিস্টেম) চালু করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অতীতের নৃশংসতা ও হত্যাকাণ্ডের দোষীদের বিচার কার্যকর করতে হবে।জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার,নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম,সোনারগাঁ উপজেলা উত্তরের জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়া ও দক্ষিণের সভাপতি মাহবুব মোল্লা , উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান ও দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলামসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.