সোনারগাঁয়েে ফেক আইডি খুলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁ বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেছেন,সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পানামা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন।“আমি প্রায় ১ বছর সুনামের সহিত বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কিছু অসাধু মহল বিভিন্ন ফেক আইডি ও অনুমোদনহীন অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন,“একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছে। সরকারি বরাদ্দ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সাবেক সাংসদদের সঙ্গে আমার ছবি থাকলেও আমি কখনো আওয়ামী লীগ বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না,কোনো পদ-পদবিও নেই বা ছিল না। শুধু উন্নয়নের স্বার্থে সুসম্পর্ক রেখেছি।”
মামুন অভিযোগ করে বলেন,“গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ওই ছবিগুলোকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালাছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়ে তিনি জানান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের সর্বসম্মত রেজুলেশনের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কাউকে অর্থ দিতে হয়নি। এ প্রক্রিয়ায় সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনেরও কোনো সম্পৃক্ততা নেই। মনগড়া সংবাদ প্রকাশ করে তাকে ও তার পরিবারকে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে।তিনি আরও জানান, ইতোমধ্যে ফেক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত এসব মূল হোতাদের গ্রেপ্তার করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com