আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
হাজরাকাটি ডাঃ রেজওয়ান উল্লাহ কালুর জানাজা নামাজ সম্পন্ন।
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মতিউর রহমান,
তালা উপজেলা প্রতিনিধি।
মৌলভি মোঃ মোজাম্মেল হক (খোকন) এর ছোট ভাই ডাঃ রেজওয়ান উল্লাহ কালু (৭০) ২৪/৯/২০২৫ তারিখ বুধবার আনুমানিক বিকাল ৪.৩০ মি যশোর নাজির শংকরপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত দীর্ঘদিন অসুস্থতার কারনে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি অ-ইন্নাইলাহি রাজিউন। তিনি ২ ছেলে এবং ২ মেয়ের জনক। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সদালাপী। এলাকায় একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসাবে পরিচিত । তার গ্রামের বাড়ি সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে। সকাল ১১:০০ মিনিটে সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হ য়। উক্ত জানাজা নামাজের উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক। খলিলনগর ইউনিয়ন আমির মাওঃ আকবর হোসেন, মাওঃ কবিরুল ইসলাম, মাওঃ নুরুদ্দিন, মৌলভি মোজাম্মেল হক আারও অনেকে।
জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার ভাইপো হাফেজ বুলবুল আহমেদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.