আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
তালায় বিশেষ অভিযানে পুশ চিংড়ি মাছ জব্দ ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
তালা, সাতক্ষীরা, প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, তালা, সাতক্ষীরা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।
( ২৪ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টার দিকে কাটাবুনিয়ার মাছ ব্যবসায়ী কানাই মন্ডলের পুশ চিংড়ি জব্দ করেন।
অভিযানে আনুমানিক ২০ কেজি পুশ চিংড়ি জব্দ করা হয়। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে জব্দকৃত মাছগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট মাছ ব্যবসায় কে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, তালা, সাতক্ষীরা মোহাম্মদ তারিক ইমাম বলেন—
ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। পুশ চিংড়ি বা অন্যান্য মানহীন মাছ বাজারে প্রবেশ করলে সাধারণ মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। তাই আজকের অভিযানে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব— কেউ যেন এ ধরনের অবৈধ ও নিম্নমানের মাছ ক্রয় বা বিক্রয় না করেন। জনগণের স্বার্থে এবং স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.