শরীয়তপুর জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০ ঘটিকায় পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এবং শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (প্রশিক্ষণ) আ. ম. মাজিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ রেহান উদ্দিন, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ ওয়াহিদ হোসেন। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাসমিনা বেগম। আলোচকরা বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ জরুরি। এ জন্য ব্যবসায়ী, ভোক্তা ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসময় কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com