আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার উদ্যোগে “ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪” শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন।দ্বিতীয় স্থান অর্জন করেন বিভাগের পদার্থ বিজ্ঞান মাসুদ রানা এবং তৃতীয় হন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সালেহা জান্নাত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড.শাহিনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান,শহর অফিস সম্পাদক নুরুন্নবী শহর সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, শহর মিডিয়া সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন ''এই জুলাই আন্দোলন কোনো একেক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র-জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন"।
তিনি আরও বলেন,আগামীতেও ছাত্র বান্ধব সকল আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থাকবে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ছাত্র-জনতা এক হয়ে আগামী দিনের বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সেক্রেটারি মাসুদুজ্জামান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.