আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বিদ্যুৎ কেন্দ্রে থেকে ডাকাতি হওয়া মালামাল সহ ৯ ডাকাত গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে থেকে ডাকাতি হওয়া বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তার, বিভিন্ন যন্ত্রাংশ এবং ডাকাত দলের সর্দার লিটন সহ ৯জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর লেঃ কর্নেল অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন (এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি)।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, ডাকাত দলের সর্দার লিটন(৩৭) সহ মোঃ আক্তার হোসেন (৪৪), মোঃ রোমান (৩২), মোঃ রফিকুল ইসলাম (২৮), সাইদুল ইসলাম (৩১), সাগর মুন্সি (৩৮), মোঃ আরিফ (২৬), মোঃ রিয়াজ (৩৮), মোঃ শহিদুল (৪০)।
ইপ্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক সাব স্টেশনে শ্রমিকদের পরিহিত পোশাকের ন্যায় পোশাক পরে ০৩ জন ডাকাত নির্মাণাধীন সাব স্টেশনের ভিতরে প্রবেশ করে গেইটের ভিতর ডিউটিরত সিকিউরিটি গার্ড আঃ কুদ্দুস মিয়া'কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে রাখে। পরে আরও অজ্ঞাতনামা ১৫/২০ জন ডাকাত বৈদ্যুতিক সাব স্টেশনের ভিতরে প্রবেশ করে অন্যান্য সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে মারপিট করে তারা রাত ৮টা হতে ১০ টা পর্যন্ত দীর্ঘসময় ধরে নির্মাণাধীন বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তার'সহ বিভিন্ন যন্ত্রাংশ লুন্ঠন করে। আনুমানিক ৬৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুন্ঠন করে। পরবর্তীতে ডাকাতরা গার্ড এবং শ্রমিকদের হাত-পা বাধা অবস্থায় একটি রুমের ভিতর আটকে রেখে লুণ্ঠিত মালামালগুলো একটি ট্রাকে করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে উক্ত সাব স্টেশনের দোভাষী হিসেবে কর্মরত মোঃ সেলিম মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় এই সংক্রান্তে একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর হতে চলমান অভিযানে ডিএমপি, ঢাকা এবং নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকা হতে পৃথক অভিযান পরিচালনা করে লুণ্ঠিত মালামাল ও ডাকাত দলের সর্দার লিটন মোট ০৯ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২টি খেলনা পিস্তল, ০২টি চাকু, ০১টি চাপাতি'সহ তাদের ব্যবহৃত ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন (৩৭) এর নামে ডিএমপি ঢাকা'সহ বিভিন্ন থানায় ০৫টি ডাকাতি, ০২টি অস্ত্র, ০১টি মাদক মামলাসহ সর্বমোট ০৯ টি মামলা, আসামী মোঃ রোমান (৩২) এর নামে বিভিন্ন থানায় ০৪টি মাদক মামলা এবং আসামী সাগর মুন্সি (৩৮) এর নামে ০১ টি মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলার সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.