
তালা, সাতক্ষীরা,প্রতিনিধিঃ
তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তালা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, পঃপঃ কর্মকর্তা কামাল হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষক কুমার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অসীম কুমার,তালা মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর, মাওঃ শাহজাহান, তালা থানার এসআই সাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচির শুরু হবে। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।