আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলাপদী এলাকায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী নাজমুল হুদা নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে দৈলেরবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনের ভূক্তভোগী নাজমুল হুদা দাবি করেন,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে কৃষ্ণাদি মৌজায় তার বাবা পৈত্রিক সম্পত্তি রয়েছে। একই ইউনিয়নের ষোলপাড়া গ্রামের রফিকুল হায়দার বাবু ও তার ভাই শামীম হায়দার আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তার বাবার কাছ থেকে রাতের আধারে নামে মাত্র দামে ১২০ শতাংশ জমির পাওয়ার অব এ্যাটর্নি করিয়ে নেন। তার বাবা এম এ বাসেদ মারা যাওয়ার পর সেই পাওয়ার অব এ্যাটর্নি বাতিল হয়ে যায়। পরবর্তীতে তাকে জোরপূর্বক অপহরণ করে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়। পরবর্তীতে সাব রেজিষ্ট্রারের কাছে না নিয়েই নীচ তলার একটি কক্ষে তার কাছ থেকে ৪৩ শতাংশ জমির একটি দলিলে স্বাক্ষর নেন। সেই দলির বাতিলের জন্য নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন নাজমুল হুদা। তিনি সংবাদ সম্মেলনের জানান,দলিল গ্রহিতা আল মামুন,সোনারগাঁ সাব রেজিষ্ট্রার ও জেলা রেজিষ্ট্রারকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই জমিতে আদালত স্থিতিবস্থা জারি করেন। আদালতের আদেশ অমান্য করে তার জমিতে সাঁটানো সাইনবোর্ড ভেঙে ফেলে বাবু ও শামীমের সহযোগী সোনারগাঁ উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু। লিটুর বাবা বর্তমানে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর প্রভাবে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে তিনি এ জমির বিরোধ নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। অভিযুক্ত রফিকুল হায়দার বাবু বলেন,বিরোধকৃত জমির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। কোথাও তার নাম,স্বাক্ষর বা উপস্থিতি নেই বলে দাবি করেন। তার ভাই জমির ব্যবসা করেন। নাজমুলের বাবার কাছ থেকে জমি ক্রয় করে মালিক হয়েছেন। অভিযুক্ত কাজী নাজমুল ইসলাম লিটু বলেন,জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি বালু ভরাটের দায়িত্ব নিয়েছেন। সাইনবোর্ড ফেলে দেওয়ার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তাছাড়া নাজমুল তার কাছ জমির মিমাংসার জন্য এসেছেন। তিনি জমির নামজারি করে সামাজিকভাবে বসে মিমাংসার প্রস্তাব দিয়েছেন।
সোনারগাঁয়ে ৩৫টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপনে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ৩৫টি পূজা মন্ডপে এসব অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া,সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সগ-সভাপতি রফিকুল ইসলাম,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন,সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমিত রায়। আলোচনা শেষে ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁয়ে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার
সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী মো. শফিক মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি দল। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শফিক মিয়াকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। সে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। র্যাব জানায়,উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খাঁনের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতো । এ নিয়ে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো.শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারনে র্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ একটি দল গতকাল মঙ্গলবার বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে বিকেলে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁয়ে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও পরিচালকের অপসারণের দাবি
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা।২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় ৯০০ শ্রমিক এ বিক্ষোভে অংশ নেয় একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলেও এ প্রতিষ্ঠানের শ্রমিকরা কর্মবিরতি পালন করে। শ্রমিকদের অভিযোগ,সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন,“২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি কোম্পানির নির্বাহী পরিচালক আবিদুর রহমান শ্রমিকদেরকে হত্যার ধামকি হুমকি দিচ্ছে। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।” বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন,“শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক জসিম উদ্দিন বলেন, “সরকারের নির্ধারিত ন্যূনতম বেতনও আমরা পাচ্ছি না। উল্টো জাহাজের অনিচ্ছাকৃত ক্ষতি হলে জরিমানা হিসেবে আমাদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এতে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।”অভিযুক্ত নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর কোনো ফোন রিসিভ করেননি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.