
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়। সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো.আজমল হোসেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম সম্মিলনে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন,পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।