তালায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সহিত অশ্লীল আচরণের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
তালা, সাতক্ষীরা,প্রতিনিধি।
তালার মহান্দী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক একাধিক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি তদন্ত নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
ঘটনার বিবরণে জানা যায়, মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফুল হক মুকুল , বিভিন্ন সময়ে ক্লাসে মেয়েদের ইভটিজিং করে থাকে। এছাড়া স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানোর নামে মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, অশ্লীল আচরণের অভিযোগ জানিয়েছেন, স্থানীয় শিক্ষার্থী অভিভাবকরা।
এ ব্যাপারে মারুফুল হক মুকুলের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন , আমি ষড়যন্ত্রের শিকার।
স্থানীয় ইউপি সদস্য আঃ জলিল জানান, ঐ শিক্ষকের বিরুদ্ধে আগেও অনেকবার এমন অভিযোগ উঠেছে, এবার আমরা সত্যতা পেয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, আমি লিখিত অভিযোগ পেয়েই, ইউএনও র নিকট হস্তান্তর করে দিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে এসি ল্যান্ড স্যারকে প্রধান করে ৩ সদস্য কমিটি তদন্ত করেছে ।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রাহাত খান জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করেছি, ছাত্রীদের জবানবন্দি নিয়েছি, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com