
তালা, সাতক্ষীরা,প্রতিনিধি।
তালার মহান্দী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক একাধিক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি তদন্ত নেমেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
ঘটনার বিবরণে জানা যায়, মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফুল হক মুকুল , বিভিন্ন সময়ে ক্লাসে মেয়েদের ইভটিজিং করে থাকে। এছাড়া স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানোর নামে মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, অশ্লীল আচরণের অভিযোগ জানিয়েছেন, স্থানীয় শিক্ষার্থী অভিভাবকরা।
এ ব্যাপারে মারুফুল হক মুকুলের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন , আমি ষড়যন্ত্রের শিকার।
স্থানীয় ইউপি সদস্য আঃ জলিল জানান, ঐ শিক্ষকের বিরুদ্ধে আগেও অনেকবার এমন অভিযোগ উঠেছে, এবার আমরা সত্যতা পেয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, আমি লিখিত অভিযোগ পেয়েই, ইউএনও র নিকট হস্তান্তর করে দিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে এসি ল্যান্ড স্যারকে প্রধান করে ৩ সদস্য কমিটি তদন্ত করেছে ।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রাহাত খান জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করেছি, ছাত্রীদের জবানবন্দি নিয়েছি, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।