আজ
|| ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) যুব দলগুলির সাথে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এ যুব দলগুলির সাথে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়।
মানবপাচারের বিরুদ্ধে সচেতনতার মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর এমআরএসসি কো-অর্ডিনেটর
মো. হুমায়ুন রশিদ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম,ইকোনমিক রিইনটিগ্রেশন এর সেক্টর স্পেশালিস্ট ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা টিটিসির চাকরি placement কর্মকর্তা এমডি. আরিফুল ইসলাম।এসময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের দীর্ঘদিনের নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে প্রতিশ্রুতি তুলে ধরেন। যুব অংশগ্রহণকারীরা সেশন থেকে মূল্যবান জ্ঞান অর্জন করেছে, যা তাদের ব্র্যাকের অবৈধ অভিবাসন ও পাচারের বিরুদ্ধে উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। "Combating Human Trafficking through 4ps" প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মানব পাচার প্রতিরোধে জনসচেতনতার অংশ হিসেবে নানামুখী কার্যক্রম করে যাচ্ছে, তারই অংশ হিসেবে সাতক্ষীরা টিটিসিতে যুব দলগুলির সাথে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত হয় কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.