আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
পূজার বিসর্জনের দিন সড়ক হকার্সমুক্ত রাখার নির্দেশ নারায়ণগঞ্জ ডিসির
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আমাদের পূজার যে বিসর্জন হবে পাঁচ নাম্বার ঘাটে প্রায় ৪০ টির মত মন্ডব থেকে তারা আসবে। এর সাথে যারা নিয়োজিত আছেন আমাদের বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত কাজ করলেও সম্পূর্ণ করে দেবেন। ঢালাইয়ের একটি বিষয় ছিলো ঢালাই আজকের বা কালকের মধ্যে যেন সম্পূর্ণ করা হয়। বিসর্জন যেদিন হবে সেদিন যে রাস্তা দিয়ে নির্বিচ্ছন্ন যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে। পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে বলবো এবং আমাদের যে স্বেচ্ছাসেবক যারা আছে ঐদিন রাস্তায় যত হকার্স আছে তাদেরকে উচ্ছেদ করে দিবো কেউ বসতে পারবে না।
২১ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় উক্ত কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসণের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ডিসি জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে প্রত্যেকটি মন্দিরের জন্য আমাদের সরকারের সহায়তার যে চাল সে বরাদ্দকৃত চাল আমরা দিয়ে দিয়েছি।৫০০ কেজি করে চাল আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি।সকল মন্দিরের জন্য আমাদের আর্থিক একটা প্রণোদনা থাকবে জেলা পরিষদ থেকে। সময় অনুযায়ী সেটাও আমরা আপনাদের দিয়ে দিবো।এছাড়া প্রত্যেকটি পূজা মন্ডপে নিজেদের যে স্বেচ্ছাসেবক থাকবে তারা যেন ঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেদিকে আপনার একটু সহযোগিতা করবেন।সিসিটিভির ক্যামেরায় আওতায় শতভাগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকটা শহরে আমরা আগামীতে গৃহস্থলীর যে আবর্জনা আছে সঠিক স্থানে ফেলার জন্য যদি নির্দিষ্ট করে দিতে না পারি তাহলে আমাদের জলাশয় গুলো ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক জলাশয় গুলো বরাট হয়ে যাবে। এর ফলে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে আরেক দিকে জলাবদ্ধতায় আমরা আক্রান্ত হচ্ছে। এর থেকে পরিধান পেতে আয় এই সংশ্লিষ্ট যে বিভাগ গুলো আছে তাদের কাজ করতে হবে এবং আমরা কাজ করছি। উর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করছি আপনাদের দায়িত্বে যে জলাশয়গুলো আছে সেগুলো যেন বরাট না হয় সেজন্য কাজ করবেন। সিটি কর্পোরেশনের সাথে আমরা আলোচনা করেছি আমাদের যে ৯৩ কিলোমিটার খাল আছে ড্রেজিং করে কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। ইতিমধ্যে আমরা তিন হাজার পাঁচ শত পঁয়ত্রিশটি ট্রাক ময়লা এখান এখান থেকে সরিয়েছি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার সহায়তায়। সিটি কর্পোরেশনকে, পানি উন্নয়ন বোর্ডকে সংযুক্ত করেছি যাতে খালগুলোতে আমরা মাছ চাষ করতে পারি। আমরা পরিবেশ অধিদপ্তরকে বলব আপনাদেরকে আমরা যে নির্দেশনা দিয়েছিলাম যে শিল্প প্রতিষ্ঠানগুলোর কারণে খাল গুলো দূষিত হচ্ছে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের সতর্ক করে ডিসি বলেন, যেসকল মেডিসিনের দোকান আছে যারা মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে শুধু তাদেরকে আইন আওতায় নিয়ে আসবো না। তাদের দোকানে নোটিশ টানিয়ে দিবো আপনার দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে এখান থেকে আমাদের সতর্ক হতে হবে।
এসময় সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.