আজ
|| ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
Counter Trafficking Committee (CTC) মিটিং অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : কলারোয়ার দেয়াড়ায় Counter Trafficking Committee (CTC) মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২১ সেপ্টেম্বর) সকালে
দেয়াড়া ইউনিয়ন পরিষদ হল রুমে CTC মিটিংটি অনুষ্ঠিত হয়।
দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে CTC মিটিং এর বিষয়গুলিকে স্পষ্ট এবং নিরপেক্ষভাবে উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার এমআরএসসি কোঅর্ডিনেটর মো. হুমায়ূন রশিদ ।
এসময় ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যদের অংশগ্রহণে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে ওঠে। ইভেন্টে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক পুনর্বাসন খাতের সেক্টর স্পেশালিস্ট ইমরান হোসেন এবং এমআরএসসি ফিল্ড অর্গানাইজার মো. হাসান আল মামুন।
কমিটি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে চলমান প্রকল্প “Combating Human Trafficking through Strengthening 4ps” এর গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে একটি বিস্তৃত ব্রিফিং করা হয় । ব্রিফিংয়ে বলেন,মানব পাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে, দেয়াড়া ইউনিয়ন পরিষদের Counter Trafficking Committee (CTC) কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে এবং Combating Human Trafficking through Strengthening 4ps” প্রকল্পের সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমর্থন প্রদান করতে প্রস্তুত। আমরা একসাথে আমাদের কমিউনিটিতে একটি অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.