.তালা-কলারোয়াকে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থায় রূপান্তরিত করা হবে।”…অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন,ট “আপনারা আমাকে নির্বাচিত করলে সকলে মিলেমিশে একটি নিরাপদ তালা-কলারোয়া গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করে মানুষের ওপর জুলুম-অত্যাচার ও অন্যায়-অবিচার যাতে কেউ করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মী, প্রশাসনিক কর্তা এবং সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থায় রূপান্তরিত করা হবে।”
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের জুগিপুকুরিয়া ছকিনা বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন— তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, মেম্বার আব্দুল হামিদ, মাওলানা আব্দুর রাজ্জাক ও কবিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com