
মোঃ হাফিজুল ইসলাম,
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে মোট ৬৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিদিন অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। এর ফলে পরিবারগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ছোট একটি উদ্যোগ।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত ও আহাত ব্যক্তির পরিবারের মাঝে চেক তুলে দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিঃ) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক উসমান সরোয়ার আলমসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ এর খুলনা ও সাতক্ষীরার কর্মকর্তাৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত অর্থ নিহতের পরিবারের পক্ষ থেকে মাথাপিছু পাঁচ লাখ টাকার চেক নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

